উত্তরদিনাজপুর

রায়গঞ্জে নির্দল প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ শাসক দলের বিরুদ্ধ্বে

নির্দল প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধ্বে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ১০ নম্বর মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের অভোর গ্রামে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় রায়গঞ্জ থানার পুলিশ। 

          জানা গিয়েছে, অভোর গ্রাম সংসদের নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন হাসিম আলি। অভিযোগ, এদিন গভীর রাতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় এবং বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। সেই সঙ্গে দুষ্কৃতিরা এলাকায় বোমাবাজি করে বলে অভিযোগ। আরও অভিযোগ গোটা রাত ওই দুষ্কৃতিরা বোমা পিস্তল নিয়ে এলাকায় দাপিয়ে বেড়ায়। এই মর্মে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্দল প্রার্থী হাসিম আলি।

          এবিষয়ে অভোর গ্রাম সংসদের নির্দল প্রার্থী হাসিম আলি জানান, এদিন প্রচার সেরে তারাতারি বাড়ি ফিরে আসেন। গভীর রাতে তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মী সন্দীপ বিশ্বাস, ভোলা পালের নেতৃত্বে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে তিনি দাবী করেন। 

         অন্যদিকে এ ঘটনায় তৃণমূল নেতা তথা তৃণমূল প্রার্থী আলতাব হোসেন পাল্টা দাবী করে বলেন, নির্দল প্রার্থীরা নিজেদের মধ্যেই গণ্ডগোল করেছে। কিন্তু তাদের দলের কর্মীদের নাম জরানো হচ্ছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/ZgoHkhOa5VY